logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
বৈরী আবহাওয়ায় ক্রেতা কম
ঢাবি প্রতিনিধি

অমর একুশের শেষ দিকে বই কেনার জন্য সময় বেছে নেন ক্রেতারা। আর প্রকাশকরা আশা করেন ভালো বিক্রির। কিন্তু সোম ও মঙ্গলবারের মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মেলায় ক্রেতা-পাঠকদের আনাগোনা কম ছিল। যে কারণে বেচাকেনাও ছিল তুলনামূলক কম। যদিও বেলা বাড়ার সঙ্গে মেলায় পাঠকদের সমাগম কিছুটা বাড়ে। 
মঙ্গলবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় মেলায় লোকসমাগম ছিল খুবই কম। তবে প্রকৃত বইপ্রেমীরা এসে পছন্দের বই কিনতে ভুল করেননি। অনেকে ছাতা নিয়ে মেলায় আসেন। প্রকাশক ও বিক্রয় কর্মীরা জানান, মেলা এখন শেষের দিকে। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় মেলার শেষের দিনগুলোতে বিক্রি শুরুর দিকের তুলনায় কয়েকগুণ বেশি হয়। কিন্তু বৃষ্টির কারণে মেলায় লোকসমাগম কম। তবে যারাই স্টলগুলোতে এসেছেন, তাদের অধিকাংশই বই কিনেছেন বলে জানান তারা। প্রকাশকরা জানান, এবার মেলায় মননশীল পাঠকদের সংখ্যা বেড়েছে। তবে সেসব বই বেস্ট সেলারের তালিকায় নেই। 
জানতে চাইলে অন্য প্রকাশের বিক্রয়কর্মী টিপু বলেন, বৃষ্টির কারণে আজ মেলায় লোকসমাগম কম। তবে যারাই এসেছেন তাদের বেশিরভাগই হুমায়ুন আহমেদের বই কিনে নিয়ে গেছেন। আশা করছি কাল থেকে বৃষ্টি থাকবে না এবং লোকসমাগম আগের মতোই বেশি থাকবে। বাংলা প্রকাশের বিক্রয়কর্মী রূপা মজুমদার বলেন, বৃষ্টির কারণে আজ আমাদের স্টলে বই বিক্রি অনেকটাই কমে গেছে। আশা করছি, সামনের দিনগুলোতে বই বিক্রি আগের মতোই হবে। 
গ্রন্থমেলায় এমাজউদ্দীন, মাহবুব উল্লাহ ও মাহফুজ উল্লাহর বই : গ্রন্থমেলায় বিক্রির শীর্ষে রয়েছেন অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এবং মাহবুব উল্লাহর কয়েকটি বই। এমাজদ্দীন আহমদের বইগুলোর মধ্যে রয়েছেÑ ‘গণতন্ত্র এখন’, ‘গণতন্ত্রের শত্রু মিত্র’; মাহবুব উল্লাহর ‘পূর্ব বাংলার বাম ও কমিউনিস্ট আন্দোলন ১৯৪৭-১৯৭১ সাফল্য ও ব্যর্থতা এবং মাহফুজ উল্লাহর ‘মুক্ত জীবন রুদ্ধ প্রাণ’ ও ‘রাজপথের ছড়া’। বইগুলো সোহরাওয়ার্দী উদ্যানের চার নাম্বার প্যাভিলিয়নের দ্যা ইউনিভার্সেল একাডেমিতে পাওয়া যাচ্ছে। 
গ্রন্থমেলায় রাফির ‘জল অনলের কাব্য’ : অমর একুশে গ্রন্থমেলায় এসেছে রাফিউদ্দিন রাফির কবিতার বই ‘জল অনলের কাব্য’। বইটি প্রকাশ করেছে নন্দিতা প্রকাশ। মেলার ২৭৬-৭৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। মূল্য ১৫০ টাকা। অনলাইনে বইটি রকমারি ডটকমের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া কবির প্রথম কবিতার বই ‘নিঃশব্দ শব্দাবলী’। এটি প্রকাশ করেছে সাহস প্রকাশন।
মেলায় ফৌজিয়া-রাশেদের ‘হিমালয়ের পথে-প্রান্তরে’ : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ফৌজিয়া আহমেদ ও রাশেদুর রহমানের প্রথম বই ‘হিমালয়ের পথে-প্রান্তরে’। হিমালয়ে অভিযানের গল্প নিয়ে এ ভ্রমণকাহিনীটি প্রকাশিত হয়েছে ছায়াবিথী প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ করেছেন সাইফুল রাজিব। মেলার ২৮০-৮২ নম্বর স্টল থেকে পাওয়া যাচ্ছে বইটি। মূল্য ২৫০ টাকা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]