প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক (৯১) মঙ্গলবার মারা গেছেন। মিশরের রাষ্ট্রীয় সংবাদে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি একটি সামরিক হাসপাতালে মারা গেছেন বলে দিনের শুরুতে জানিয়েছে আল ওয়াতান ওয়েবসাইট। জানুয়ারির শেষ দিকে মোবারকের অস্ত্রোপচার হয়। এরপর তাকে তার নাতির সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল। তবে শনিবার মোবারকের ছেলে জানান, তাকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। এরপরই মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি তার মৃত্যুর খবর জানায়।
২০১১ সালে টানা সরকারবিরোধী বিক্ষোভের পর মিশরীয় সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছিল। মোবারক মিশরের অন্যতম দীর্ঘস্থায়ী শাসক ছিলেন। তিন দশক শাসনক্ষমতায় ছিলেন তিনি। ২০১১ সালে বিপ্লবের সময় বিক্ষোভকারী হত্যায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে কারাবন্দি করা হয়। পরে ২০১৭ সালের মার্চে তিনি কারাগার থেকে মুক্তি পান।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |