প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০ | |
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে প্রবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারী আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে মালামাল রপ্তানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ি। যে কারণে মুহূর্তের মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, বিএসএফ সিঅ্যান্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়ায় সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে কী কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা ভারতীয় কাস্টমসের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার (ট্রাফিক) জানান, সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিঅ্যান্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়ায় সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |