logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
শেরপুরে জমে উঠেছে বইমেলা
শেরপুর প্রতিনিধি

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী বইমেলা ২১ ফেব্রুয়ারি শহরের ডিসি উদ্যান চত্বরে শুরু হয়েছে। প্রথম দিন থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে বইমেলা। এবারের বইমেলায় শেরপুরের ২০ জন কবি-লেখকের প্রায় ৫০টি বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় কবি-লেখক-ছড়াকার মোস্তাফিজুল হকের একক-যৌথ মিলে সর্বোচ্চ ১৫টি বই প্রকাশিত হয়েছে। কবি-লেখক-ছড়াকার মহিউদ্দিন বিন্ জোবায়েদের ৫টি একক কাব্যগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। 

মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]