logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
নতুন সাজে শাবির ডে কেয়ার সেন্টার
সিলেট ব্যুরো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি ডে কেয়ার সেন্টার। ইউনিভার্সিটি সেন্টারের (ইউসি) দ্বিতীয়তলায় ২০১৭ সালে এ ডে কেয়ার সেন্টার চালু হলেও ছিল না পর্যাপ্ত সুযোগ-সুবিধা। যে কারণে কার্যত অচলই ছিল এ সেন্টার। 

সম্প্রতি নতুন সাজে সাজানো হয়েছে সেন্টারটি। বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধাও। শিশুদের উপযোগী বিভিন্ন খেলার সামগ্রীও রাখা হয়েছে সেখানে। সব ধরনের সুবিধা নিশ্চিতের পাশাপাশি শিশুরা যাতে ঝুঁকিতে না থাকে সেই ব্যবস্থাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার থেকে নতুন সাজে এ ডে কেয়ার সেন্টার চালু করায় খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। তারা বলছেন, এ ডে কেয়ার সেন্টার চালু হওয়াতে তাদের শিশুদের নিয়ে চিন্তা করতে হবে না। অফিসের সময়ে শিশুদের ডে কেয়ার সেন্টারে নিশ্চিন্তে রাখতে পারবেন। এ কারণে শিশুদের নিয়ে তাদের অসুবিধায় পড়তে হবে না।
এ বিষয়ে শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সহকর্মীরা তাদের শিশুদের নিয়ে অনেক সময় অসুবিধায় থাকে। তাই আমরা তাদের সুবিধাটি নিশ্চিত করতে এ ডে কেয়ার ব্যবস্থা চালু করেছি।’ 
তিনি বলেন, যেহেতু বাচ্চারা এখানে থাকবে, তাই তাদের থাকার ব্যবস্থাটি যাতে মানসম্মত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের সব ধরনের সুবিধা নিশ্চিতের পাশাপাশি তারা যাতে ঝুঁকিতে না থাকে তার ব্যবস্থা করতে হবে। ভিসি বলেন, বর্তমানে যে জায়গাটি আছে সেটি পর্যাপ্ত নয়। তাই ভবিষ্যতে এর পরিসর আরও বড় করা হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো যখন উন্নত হবে আশা করি এর সমস্যা আর থাকবে না।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]