logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
কোটির ঘরে লিজার কণ্ঠের ‘দুটি মন আর’
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। সেলন মিউজিক লাউঞ্জে লিজা এখন পর্যন্ত একবারই গান গেয়েছেন। আর সেটি হচ্ছে চিত্রা সিং’র গাওয়া বহুল জনপ্রিয় গান ‘দুটি মন আর নেই দুজনার’ গানটি। যে সময়টিতে সেলন মিউজিক লাউঞ্জ লিজার কণ্ঠে এ গানটি প্রকাশ করেছিল সেই সময়েই গানটি প্রায় কোটির পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে কপিরাইট জটিলতায় পড়েছিল বিধায় সেলনের ইউটিউব চ্যানেল থেকে গানগুলো সরিয়ে নিতে হয়। জটিলতা শেষ হলে আবার গানগুলো সেলনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। বিগত এক বছরে লিজার কণ্ঠের এ গান আবারও শ্রোতা দর্শক বেশ মনোযোগ দিয়েই উপভোগ করেন। যার ধারাবাহিকতায় চলতি সপ্তাহে গানটি এক কোটি ভিউয়ার্সেরও বেশি শ্রোতা-দর্শক উপভোগ করেছেন। সেলন প্রজেক্টের কোনো গানের এবারই প্রথম কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। বিষয়টি লিজার জন্য তাই ভীষণ আনন্দের। লিজা বলেন, ‘আমার কণ্ঠে জনপ্রিয় কোনো পুরোনো গানের নতুন করে সংগীতায়োজনে এটাই ছিল প্রথম প্রকাশ। শ্রদ্ধেয় চিত্রা সিং’র দুটি মন আর নেই দুজনার গানটি আমারও ভীষণ প্রিয়। আমিও বিভিন্ন সময়ে স্টেজ শোতে গানটি গেয়েছি। কিন্তু নতুন করে সেলনের মিউজিক চ্যানেলের জন্য গাওয়ার পর প্রায় প্রত্যেকটি স্টেজ শোতে এ গান আমাকেই গাইতে হয়। এরই মধ্যে গানটি এক কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। সত্যি বলতে কী, গান মানেই ভালোবাসা আর শ্রোতা-দর্শকের ভালোবাসা পাওয়া। শ্রোতা-দর্শকের ভালোবাসা তো আসলে গণনা করা যায় না। তবু মাঝে মাঝে এ গণনা অনেক ভালো লাগার। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় পার্থ বড়–য়া স্যারসহ এ টিমের সবাইকে।’ শিগগিরই নতুন চারটি গান লিজা তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন। যারমধ্যে দুটি হচ্ছে দেশাত্মবোধক গান। একটি ফার্স্ট গান এবং অন্যটি ইলেকট্রনিক ড্যান্স মিউজিকের সং। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]