
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০ | |
কোনো চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটকের পর্ব বাড়ার বিষয়টি সাধারণত খুব কমই হয়ে থাকে। কিন্তু আরটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক সঞ্জিত সরকার রচিত ও পরিচালিত ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকটির ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। চ্যানেলের বিশেষ অনুরোধে পরিচালক সঞ্জিত সরকারকে আরও ৫২ পর্ব নির্মাণ করে চ্যানেলে জমা দেওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে। তাই পরিচালক সঞ্জিত সরকার এ ধারাবাহিকটির নতুন ৫২ পর্ব নির্মাণ নিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন। রাজধানীর উত্তরার বিভিন্ন শুটিং হাউজে এ নাটকটির দৃশ্যায়নের কাজ চলছে। নিয়মিত অভিনয় শিল্পীদের পাশাপাশি এ ধারাবাহিকে গল্পের প্রয়োজনে আরও নতুন বেশ ক’জন শিল্পীও অভিনয় করছেন। নিয়মিত শিল্পীদের মধ্যে এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন ফারুক আহমেদ, মনিরা মিঠু, আ খ ম হাসান, অ্যানি খান, ফারহানা মিলি, নিলয় আলমগীর, নাদিয়া নদী। নতুন যারা যুক্ত হয়েছেন বিভিন্ন চরিত্রে তারা হচ্ছেন প্রাণ রায়, আইরিন তানি, সুবর্ণা মজুমদার ও তিতান চৌধুরী। তারা এরই মধ্যে এ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নির্মাতা সঞ্জিত সরকার বলেন, ‘দর্শকের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে, দর্শক আমার এ নাটকটি নিয়মিত দেখছেন এবং তারা প্রতিনিয়ত এ ধারাবাহিকটির জন্য বিশেষভাবে সাড়া দিচ্ছেন। একজন পরিচালকের ভালোলাগা এখানেই যে, দর্শক নাটকটি আগ্রহ নিয়ে দেখেন। আমার এর আগের নির্মিত নাটক মজনু একজন পাগল নহে’র জন্যও দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। চিটিং মাস্টারের জন্য আরও বেশি সাড়া পাচ্ছি।’ সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচার হচ্ছে। সঞ্জিত সরকার জানান, ২৩৪ পর্বতেই শেষ হয়ে যাবার কথা ছিল তার নির্মিত ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক নাটকটি। কিন্তু চ্যানেলের অনুরোধেই বাড়াতে হলো আরও ৫২ পর্ব। নতুন যুক্ত হওয়া শিল্পীদের মধ্যে তিতান চৌধুরী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। চাকরির পাশাপাশিই এখন তাকে অভিনয় করতে হয়। ‘চিটিং মাস্টার’র শেষ ৫২ পর্বতে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এদিকে সঞ্জিত সরকার জানান, এ ধারাবাহিক নাটকটির সম্পূর্ণ শুটিং শেষ হওয়ার পরপরই তিনি নতুন ধারাবাহিক নাটক নির্মাণের কাজে হাত দেবেন। বর্তমানে তিনি নতুন ধারাবাহিকের গল্প রচনা নিয়েও ব্যস্ত রয়েছেন। তার নির্মিত প্রথম ধারাবাহিক ছিল ‘তখন ছিলাম আমি’ ২০০১ সালে বিটিভিতে প্রচারিত হয়। এতে প্রয়াত তিন্নী অভিনয় করেছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |