logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
১৫ বছর পর শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ টেলিভিশনের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’। ২০০৫ সালে সর্বশেষ বসেছিল এ শোয়ের শেষ আসর। দীর্ঘ ১৫ বছর পর আবারও শুরু হতে যাচ্ছে প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠান। বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। হারুন অর রশিদ বলেন, ‘আগামী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করব। পুরো দেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বে বিজয়ীদের নিয়ে এ প্রতিযোগিতার মূল আসর বসবে।’ কোরআন তেলাওয়াত, গল্পবলা, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলীয় অভিনয়, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি ইত্যাদি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার প্রতিযোগীদের বয়স ৬ থেকে ১০ বছর এবং ‘খ’ শাখার বয়স ১০ থেকে ১৫ বছর। ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে যাত্রা শুরু হয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের। তখন এটি স্বল্প পরিসরে সম্প্রচার হতো। মূলত শিশু/কিশোরদের মেধা অনুসন্ধান কার্যক্রম বলতে যা বোঝায় তখন তা হতো না। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে অর্থাৎ ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ নামে জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে। এ প্রতিযোগিতা থেকে উঠে আসা তারকাদের মধ্যে উল্লেখযোগ্য হলো তারানা হালিম, রুমানা রশীদ ঈশিতা, তারিন আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, সাবরিন সাকা মীম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]