প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০ | |
রাশিয়া করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে ভ্রমণ সতর্কতা জারি করেছে। এ তিন দেশে ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বুধবার রাশিয়ার ভোক্তা নিরাপত্তা নিয়ন্ত্রক রোসপোট্রেবনাজদোর পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১ হাজার ১০০-এর বেশি লোক আক্রান্ত এবং ১২ জন মারা গেছেন। ইরানে ১০০ লোক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ১৯ জন মারা গেছেন। বাসস
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |