logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
রাজস্থানে বরযাত্রীর বাস নদীতে পড়ে ২৪ জনের মৃত্যু
কলকাতা প্রতিনিধি

ভারতের রাজস্থান রাজ্যের বুন্দি জেলায় বরযাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে গিয়ে কমপক্ষে ২৪ জন মারা গেছেন। এতে আহত হন আরও কয়েকজন। জানা গেছে, লাখেরি শহরের ওপর দিয়ে যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। এতে ছিলেন ৩০ যাত্রী। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি সেতুর ওপর থেকে সোজা গিয়ে পড়ে নদীতে। ওই সেতুতে কোনো রেলিং ছিল না বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে লাখেরি সরকারি হাসপাতালে এবং পরে গুরুতর আঘাতপ্রাপ্তদের কোটা সরকারি হাসপাতালে নেওয়া হয়। মৃতদের মধ্যে ১১ পুরুষ, ১০ নারী ও তিন শিশু রয়েছেন বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]