logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
বঙ্গমাতা ও বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল
স্পোর্টস রিপোর্টার

বঙ্গমাতা শেখ ফলিজাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে রংপুর বিভাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় দ্বিতীয় শেষ চারে তাদের প্রতিপক্ষ ঢাকা। এর আগে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শেষ কোয়ার্টার ফাইনালে বুধবার বরিশাল বিভাগকে ৫-০ গোলে হারিয়েছে রংপুর। জয়ী দলের পক্ষে জোড়া গোল করেন স্বপ্না, অন্য তিন গোল রুনা, কোহাতী ও কাকলীর। তবে ম্যাচসেরা হয়েছেন রংপুরে বৃষ্টি আক্তার। বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের শেষ চারে দুপুর ১টায় চট্টগ্রাম-ময়মনসিংহ ও বিকাল ৩টায় খুলনা-বরিশাল খেলবে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]