logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
ভেট্টরির সান্নিধ্যে তানভিররা
স্পোর্টস রিপোর্টার

চড়া পারিশ্রমিকে আনা স্পিন কোচের অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে কেবল ম্যাচ দিয়েই। মিরপুর টেস্ট চার দিনে শেষ হওয়ায় ড্যানিয়েল ভেট্টরিকে একটু কাজে লাগানোর ফুরসত পাওয়া গেল। জাতীয় দলের বাইরের চার স্পিনারের সঙ্গে সময় কাটালেন বাংলাদেশের স্পিন কোচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরের পাশের নেটে বুধবার ভেটরির স্পিন ক্লাসে ছিলেন নাজমুল ইসলাম অপু, আমিনুল ইসলাম বিপ্লব, তানভির ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল অপু বাংলাদেশের হয়ে খেলেছেন তিন সংস্করণেই। তবে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর আর সুযোগ পাননি এ বাঁহাতি স্পিনার। ভালো করতে পারেননি গত বিপিএলেও। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে প্রায় নিয়মিত হয়ে ওঠা লেগ স্পিনার বিপ্লবের সঙ্গে আগেও কাজ করেছেন ভেটরি। মুরাদ ও তানভির সম্ভাবনাময় দুই স্পিনার। বাংলাদেশ যুব দলের হয়ে সম্প্রতি বিশ্বকাপ জিতে এসেছেন মুরাদ। গত ঢাকা প্রিমিয়ার লিগেও এ বাঁহাতি স্পিনারের পারফরম্যান্স ছিল নজরকাড়া, ১৩ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। ২৩ বছর বয়সি বাঁহাতি স্পিনার তানভির হাই পারফরম্যান্স দল, ইমার্জিং দলে খেলছেন প্রায় নিয়মিতই।
মিরপুর টেস্ট চার দিনে শেষ হওয়ার পর ভেটরিকে কাজে লাগাতে এ পরিকল্পনা করেছে বিসিবি। হুট করে সিদ্ধান্ত হওয়ায় রাখা যায়নি আরও স্পিনার। অনেকেই আছেন ঢাকার বাইরে। আজ অবশ্য এ চারজনের সঙ্গে যোগ দেবেন জাতীয় দল থেকে বাদ পড়া আরেক বাঁহাতি স্পিনার সানজামুল হক।
স্পিনারদের সঙ্গে সেশন শেষে ভেটরি জানালেন, আপাতত তিনি এ স্পিনারদের সামর্থ্যরে জায়গা পরখ করে দেখছেন। ব্যাপারটি হলো বাংলাদেশের উঠতি স্পিনারদের সম্পর্কে একটু ধারণা নেওয়া। ওদেরকে জানা। কয়েকজনকে আমি টিভিতে কিছুটা দেখেছি। এখানে আমার ভূমিকা শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে নয়, তরুণদের সঙ্গেও কাজ করব।
ওরা ভালো বোলিং করেছে। তবে নেটে বল করা আর ম্যাচে বল করা পুরো ভিন্ন ব্যাপার। এখানে ওদের সঙ্গে কাজ করে ম্যাচে দেখতে হবে ওরা কেমন করে, সেটিই গুরুত্বপূর্ণ। তাইজুল, মিরাজ, নাঈমদের ক্ষেত্রে সেটিই আমি উপভোগ করি, যা শেখাচ্ছি তা কতটা ম্যাচে করতে পারে। আপাতত আমি এ ছেলেদের জানার চেষ্টা করছি, ওদের স্কিল ও শক্তির জায়গা বোঝার চেষ্টা করছি।’
বিসিবির সঙ্গে ১০০ দিনের চুক্তিতে প্রতিদিনের জন্য প্রায় আড়াই হাজার ডলার পাচ্ছেন ভেটরি। তাকে নিয়োগ দেওয়ার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, শুধু জাতীয় দল নয়, উঠতি ও সম্ভাবনাময় স্পিনারদের নিয়েও কাজ করবেন নিউজিল্যান্ডের এ কিংবদন্তি; কিন্তু এখনও পর্যন্ত জাতীয় দলের বাইরে তাকে সেভাবে কাজে লাগাতে পারেনি বিসিবি। আয়োজন করা হয়নি কোনো স্পিন ক্যাম্প ধরনের কিছু।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]