প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০ | |
দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারলেও ডেভিড বেকহ্যামকে ইংলিশ ফুটবলের কিংবদন্তি ধরা হয়। মেসি-রোনালদো যুগের অনেক আগে রাজত্ব করে গেছেন ফুটবলবিশ্বে। রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা যে কাজ করতে ব্যর্থ হয়েছে, সেই ‘প্রায়’ অসম্ভব কাজ করার উদ্যোগ নিয়েছেন তিনি, মেসি-রোনালদোকে একসঙ্গে খেলানোর মতো অকল্পনীয় পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান বেকহ্যাম! আগামী মৌসুম থেকে মেজর সকার লিগে আত্মপ্রকাশ করবে বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামি। নতুন দলের জন্য ব্লকবাস্টার ফুটবলার চাচ্ছেন বেকহ্যাম। সেখানেই উঠে এসেছে মেসি ও রোনালদোর নাম। দুইজনের সঙ্গেই দারুণ সম্পর্ক সাবেক এ ইংলিশ অধিনায়কের। সেটা কাজে লাগিয়েই আমেরিকায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নিয়ে আসতে চান তিনি। বর্তমানে ফুটবলবিশ্বের অনেক তারকাই ক্যারিয়ারের শেষ দিকে মেজর লিগ সকারকে বেছে নিচ্ছেন। সেই পথেই রোনালদো-মেসিদের আনতে চায় বেকহ্যামের ক্লাব। ক্যারিয়ারে রোনালদো চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন। ৩৫ বছরের রোনালদো যেমন রিয়াল ছেড়ে জুভেন্টাসে গেছেন, তেমনি জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতেও যেতেই পারেন। তবে ৩২ বছরের মেসিকে বার্সা থেকে আনা কঠিন হতে পারে বেকহ্যামের ক্লাবের; কাজটা কঠিন হলেও চেষ্টা করতে বেকহ্যামের কোনো আপত্তি নেই। তার স্বপ্ন তো রাঙিয়ে দিয়েছেন খোদ মেসিই, জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন শর্ত জুড়ে দিতে চান যে কোনো সময় দল ছাড়ার বিষয়টি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |