logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
রংপুর থেকে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১৩
রংপুর ব্যুরো

রংপুর মেট্রোপলিটন পুলিশ (ডিবি অ্যান্ড মিডিয়া) ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পরোয়ানাভুক্তসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার আরপিএমপি সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. আলতাফ হোসেন এ তথ্য জানান। 
আলতাফ হোসেন জানান, কোতোয়ালি থানা পুলিশ মঙ্গলবার রাতে আরকে রোডের দেশ ক্লিনিকের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খোকন মিয়াকে গ্রেপ্তার করে। অন্যদিকে বিভিন্ন মামলায় এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কোতোয়ালি থানায় ছয়, তাজহাট থানায় চার, মাহিগঞ্জ থানায় এক, হারাগাছ থানায় এক এবং হাজিরহাট থানায় একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে ১৩ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]