logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিট পেল বিমান বাহিনী পতাকা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি) বুধবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অন্তর্গত ৩৫ স্কোয়াড্রন, ২০৫ রক্ষণাবেক্ষণ ইউনিট এবং শারীরিক যোগ্যতা স্কুলকে তাদের কর্তব্য নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ, ‘বাংলাদেশ বিমানবাহিনী পতাকা’ প্রদান করেন। বুধবার আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমানবাহিনী প্রধানকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন (ওএসপি, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি)। পতাকা প্রদানের এ অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান বঙ্গবন্ধু ঘাঁটি আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. শফিকুল হাসান খান (জিডি (পি)। বিমানবাহিনী প্রধান বাদক ও পতাকাবাহী দলের সমন্বয়ে একটি আড়ম্বরপূর্ণ পরিবেশে ৩৫ স্কোয়াড্রন, ২০৫ রক্ষণাবেক্ষণ ইউনিট এবং শারীরিক যোগ্যতা স্কুলকে ‘বাংলাদেশ বিমানবাহিনী পতাকা’ হস্তান্তর করেন। বিমানবাহিনী পতাকা হস্তান্তরের পর বিমানবাহিনী প্রধান মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বিমানবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশ বিমানবাহিনী তথা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সব বীরশহীদদের, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব। 
বিমানবাহিনীর পতাকা অর্জনকারী স্কোয়াড্রন এবং ইউনিটের প্রতিটি সদস্যকে বিমানবাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমানবাহিনীর সম্মানের প্রতীক হিসেবে প্রদানকৃত কালারের মর্যাদা ও সম্মান অক্ষুণœ রাখতে সবাইকে সচেষ্ট থাকতে বলেন। পরিশেষে একটি মনোজ্ঞ কুচকাওয়াজ ও বর্ণিল আয়োজনের জন্য বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর সব সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তী সময় তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসাররা এবং বিমানবাহিনীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]