প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০ | |
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১ মার্চ স্বাধীনতার স্মৃতিবিজড়িত ‘শিখাচিরন্তন’ থেকে সামাজিক আন্দোলন কর্মসূচি পালন শুরু করবে বলে জানিয়েছেন জোটের মুখপাত্র আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম মহান স্বাধীনতা আন্দোলনের প্রথম দিন ১ মার্চ স্বাধীনতার পক্ষের সব সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং নারী-পুরুষ নির্বিশেষে সব পেশাজীবী মানুষকে বিকাল ৩টায় শিখাচিরন্তনের আশার আহ্বান জানিয়েছেন। সভায় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভা-ারি, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, এই সোহরাওয়ার্দী উদ্যানেই ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। এখানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। এখান থেকে অঙ্গীকার করব, এই স্বাধীন বাংলাদেশে একটাও নারী নির্যাতন আমরা হতে দেব না। শেখ হাসিনার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতনকারীদের বিচার করা হবে। তিনি বলেন, শিল্প, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ সব ক্ষেত্রে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তাহলে কেন আমরা একটি পাশবিক দানবীয় শক্তিকে দমন করতে পারব না।
নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, এরপরও আমরা চাইব আরও সংক্ষিপ্ত করে, আরও কম সময়ের মধ্যে বিচার করে এই দানবীয় শক্তিদের চরম শাস্তি দিতে হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সন্ধ্যা ৬টায় মানিক মিয়া অ্যাভিনিউতে ১৪ দলের আয়োজনে মোমবাতি প্রজ্বলন করার মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ নাসিম।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |