
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০ | |
দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এর মধ্যে রংপুরে পিকআপচাপায় নগদের এককর্মী এবং চট্টগ্রামের সীতাকু-ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধির খবর-
রংপুর : রংপুরের মিঠাপুকুরে পিকআপচাপায় আবদুল কাইয়ুম বিপুল (৩৫) নামে মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের এককর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পাগলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত আবদুল কাইয়ুম বালারহাট ইউপির খোর্দ্দশেরপুর গ্রামের আবদুল খালেক মন্ডল মাস্টারের ছেলে। তিনি শঠিবাড়ি নগদ হাউসের কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সীতাকু- (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকু-ের সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে লালবেগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল পটুয়াখালী জেলার বাউফল থানার রাজাপুর গ্রামের সিপাহি মোহাম্মদ মহসীনের পুত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এসআই আলাউদ্দীন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামরুল নামে এক মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |