logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২০
আইফোনেও কপি-পেস্টে বিপদ
আলোকিত ডেস্ক

প্রযুক্তি– দুনিয়ায় গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের চেয়ে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমকে বেশি নিরাপদ হিসেবে ধরা হয়। অ্যাপলের অ্যাপ স্টোরের চেয়ে গুগলের প্লে স্টোরে ক্ষতিকর ও বিপজ্জনক অ্যাপের সংখ্যা বেশি। তবে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনেও নিরাপত্তাঝুঁকি রয়েছে বলে গবেষকরা সতর্ক করেছেন। আইফোনের ক্লিপবোর্ড ফাংশন ব্যবহার করে যখন কোনো টেক্সট কপি-পেস্ট করা হয়, তখন তা ব্যবহারকারীকে বিপদে ফেলতে পারে। আইফোনের এ ফাংশনে নিরাপত্তা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা কাজে লাগাতে পারে সাইবার দুর্বৃত্তরা।
ফোর্বসের প্রতিবেদনে গবেষক তালাল হাজ বাকরি ও টমি মিয়াস্কের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আইফোনের নিরাপত্তাত্রুটি ব্যবহার করে ক্ষতিকর অ্যাপগুলো আইওএস চালিত ডিভাইসে সমস্যা সৃষ্টি করতে পারে। আইওএস ও আইপ্যাড ওএসে সিস্টেম ওয়াইড জেনারেল পেস্ট বোর্ডে অবাধ প্রবেশাধিকার রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করার পথ রয়েছে। ব্যবহারকারীর অজান্তেই তার অবস্থান শনাক্ত করতে পারে সাইবার দুর্বৃত্তরা। আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর হাতে অ্যাপের লোকেশন ব্যবহারের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, আইফোনের পেস্টবোর্ড বা ক্লিপবোর্ড ফাংশন বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট তথ্য হাতিয়ে নিতে পারে। এ নিরাপত্তাত্রুটির বিষয়টি এ বছরের শুরুর দিকে অ্যাপল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এ নিরাপত্তাত্রুটি নিয়ে তারা চিন্তার কিছু দেখছে না।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]