
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
দেশীয় নকশার টি-শার্ট মানেই আজিজ সুপার মার্কেটের টি-শার্ট। তাই টি-শার্ট আর আজিজ মার্কেট পরস্পর পড়শি। আজিজের টি-শার্ট বলতেই চোখে ভেসে উঠে শিল্প-সংস্কৃতিনির্ভর টি-শার্ট। লিখেছেন গাজী মুনছুর আজিজ
টি-শার্ট আর শাহবাগের আজিজ সুপার মার্কেট অনেকটা একই সূত্রে গাঁথা। কারণ, আজিজের টি-শার্ট বলতেই চোখে ভেসে ওঠে শিল্প-সংস্কৃতিনির্ভর নকশার টি-শার্ট। আবার দেশীয় নকশার টি-শার্ট মানেই আজিজের টি-শার্ট। তাই টি-শার্ট আর আজিজ মার্কেট পরস্পর পড়শি। এছাড়া দেশীয় নকশার টি-শার্ট বা টি-শার্টের জন্য আজিজ মার্কেটের পরিচিতি হওয়ার পেছনে যে প্রতিষ্ঠান পথিকৃৎ সেটি নিত্য উপহার। মূলত নিত্য উপহারের হাত ধরেই এদেশে দেশীয় ঢঙের টি-শার্টের প্রচলন হয়েছে বা নিত্য উপহারের মাধ্যমেই আজিজ সুপার মার্কেট দেশীয় ঘরানার ফ্যাশন বাজার হিসেবে পরিচিত। শুরু থেকেই নিত্য উপহারের টি-শার্টের নকশায় স্থান পেয়েছে শিল্প-সংস্কৃতি বা ইতিহাস-ঐতিহ্য। সে ধারাবাহিকতা রয়েছে এখনও।
নিত্য উপহারের পথ ধরে আজিজ সুপার মার্কেটে মেঘের যাত্রা ২০০২ সালে। শুরুতে মেঘ হ্যান্ডি ক্রাফটই বিক্রি করত। বছর খানেক পর তারা টি-শার্ট তৈরি করতে শুরু করে। রূপসী বাংলা, পারাপার, কবি শামসুর রাহমান ছিলেন তাদের প্রথম দিককার টি-শার্টের নকশায়।
জাহিদ ক্র্যাফটও এ সময় তাদের কার্যক্রম শুরু করে। এরপর পর্যায়ক্রমে আজিজ মাকের্টে টি-শার্টের কার্যক্রম শুরু করে কাকতাড়ুয়া, দাড়কাঁক, পৌষসহ বিভিন্ন হাউজ।
এক সময় আজিজ মার্কেট ছিল বইয়ের মার্কেট। ধীরে ধীরে সে মার্কেট এখন প্রায় পুরোটাই ফ্যাশন মার্কেটে রূপ নিয়েছে। খুচরার পাশাপাশি আজিজের প্রায় সব হাউজ তাদের পণ্য পাইকারিও বিক্রি করে।
মেঘের কর্ণধার অহিদুল ইসলাম মিল্টন বলেন, এক সময় দেশীয় নকশার টি-শার্টের জন্য আজিজ মার্কেট বেশ পরিচিতি ছিল। এখন নতুন নতুন অনেক হাউজ হয়েছে। এসব হাউজ নানা ঢঙের টি-শার্ট করছে।
আজিজের টি-শার্টের বাজার আরও গতিময় করতে কয়েক বছর ধরে আয়োজন করা হয় বাংলাদেশ টি-শার্ট উৎসব। আজিজ মার্কেটের ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যানের কর্ণধার রাকিব হোসাইন বলেন, আজিজ মার্কেটের ফ্যাশন বাজার যাত্রা করেছিল দেশীয় ঘরানার টি-শার্ট দিয়ে। সেটা এখনও আছে এবং থাকবেও। আবার নতুন নতুন ফ্যাশন হাউজ দেশীয় ঢঙের পাশাপাশি প্রজন্মের চাহিদা বা হাল ফ্যাশনের কথা ভেবে নানা ডিজাইনের টি-শার্টও করছে। এখন ক্রেতাই খুঁজে নেবেন তার পছন্দের টি-শার্ট।
বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস, শীত, বসন্ত, বর্ষা, বৈশাখ বা যে কোনও দেশীয় উৎসব-পার্বণেই আজিজ মার্কেটের হাউজগুলো টি-শার্ট বাজারে আনে। আর সংস্কৃতিমনা ফ্যাশনপ্রিয়রা এসব টি-শার্ট খুঁজে খুঁজে সংগ্রহ করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |