
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
এর আগেও বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। স্বয়ং প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও নাখোশ হয়েছিলেন। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জেতার পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই ‘মুশফিকের পাকিস্তান সফরে যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল মুশফিক। তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ধাপ এরই মধ্যে শেষ হয়েছে। এবার পালা তৃতীয় ধাপের। এ ধাপে একটি ওয়ানডে ও সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবেন টাইগাররা। ওয়ানডে মাঠে গড়াবে ৩ এপ্রিল আর টেস্ট ম্যাচ শুরু হবে ৫ এপ্রিল থেকে। নিরাপত্তার কারণে পাকিস্তান সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মুশফিক। এ নিয়ে ওই সময় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এরপর বাংলাদেশ দল দুই ধাপের সফর ভালোভাবেই শেষ করেছে। এজন্যই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জেতানো মুশফিককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান বিসিবিপ্রধান।
এদিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মুশফিক বলেন, ‘পাকিস্তান সফরে যাওয়া না যাওয়া নিয়ে আমি নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছি। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) থেকে প্রস্তাব এসেছিল এবং তারা জানতে চেয়েছিলÑ আমি আমার নাম দেব কি না, কিন্তু আমি সম্মতি জানাইনি।’ তিনি আরও বলেন, ‘তাদের (বোর্ড) অবশ্যই আমার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত এবং আমি এমনকি বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেও নাম দিইনি। ফলে এটা এখন পরিষ্কার (যে আমি যাব না) এবং ভবিষ্যতে এটা বদলানোর কোনো সম্ভাবনা নেই এবং যারা সফরে যাচ্ছে, তাদের জন্য আমার শুভকামনা রইল।’ মঙ্গলবার ম্যাচ শেষে পাকিস্তান সফরে মুশফিক যাবেন কি নাÑ এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিকের ব্যাপারে আমরা কিছু শুনিনি। তবে আশা করি, সে যাবে। দেশের কথাও ভাবতে হবে। পরিবারের পাশাপাশি দেশও গুরুত্বপূর্ণ। ওরা (চুক্তিবদ্ধ খেলোয়াড়) সবাই জানে যে যেতে হবে। দেশের পক্ষে খেলা হলে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘(পাকিস্তান সফর নিয়ে) একটা ভয় ছিল। আমাদেরও ভয় ছিল, যারা গেছে, তাদের ভয় ছিল না? কিন্তু এ সিরিজের পর এখন আমাদের যারা খেলে এসেছে, তার (মুশফিকের) বাড়ির লোকও (মাহমুদউল্লাহ রিয়াদ) তো খেলে আসছে। রিয়াদের কাছ থেকেও তো শুনতে পারে যে কি হয়েছে, সতীর্থদের কাছ থেকে শুনতে পারে, আমাদের কাছ থেকে শুনতে পারে। রিয়াদের কিছু হলে কিছু হবে না, ওর (মুশিফকের) বেলায় কান্নাকাটি হবে নাকি?’ এরপর পাকিস্তান সফরের শেষ ধাপে মুশফিকের যাওয়া উচিত বলে মন্তব্য করেন পাপন। তিনি বলেন, ‘আমার মনে হয়, তার (সিদ্ধান্ত) পরিবর্তন করা উচিত। পাকিস্তান ভিন্ন ইস্যু। কারণ পাকিস্তান ইস্যুতে আমি নিজে থেকেই বলেছি যে কাউকে জোর করব না। আমি মনে করি, সবার সঙ্গে কথাবার্তা বলে ওর যাওয়া উচিত।’
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |