logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
প্রকাশিত হলো ‘বজ্র ড্রাগনের দেশে সিকি শতাব্দীর আগে’


একুশে গ্রন্থমেলায় জার্নিম্যান বুকস বের করেছে কথাসাহিত্যিক ও প্রকাশক মাজহারুল ইসলামের ভ্রমণের বই ‘বজ্র ড্রাগনের দেশে সিকি শতাব্দীর আগে’। সম্প্রতি গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের জার্নিম্যান বুকসের প্যাভিলিয়নে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক মাজহারুল ইসলাম, প্রকাশক তারিক সুজাতসহ শিল্প-সাহিত্য অঙ্গনের অনেক প্রথিতযশা। যারা ভুটান সম্পর্কে খোঁজখবর রাখেন বা গেল পাঁচ থেকে সাত বছরের মধ্যে ভুটান ভ্রমণ করেছেন, তারা ‘বজ্র ড্রাগনের দেশে সিকি শতাব্দীর আগে’ বইটি পড়ে হয়তো অনেক কিছুই মেলাতে পারবেন না। তাদের জানিয়ে রাখা দরকার, বইটি পাঠ শেষে যে ছবি তৈরি হবে তাদের মানসপটে তা ২৫ বছর আগের একটি ভূখণ্ড। যেখানে রাজধানী থিম্পুর রাজপথে চোখ বন্ধ করে হাঁটা যায়। নীরব নিস্তব্ধ এক শহর। হঠাৎ হঠাৎ দু-একটা গাড়ি চোখে পড়ে। তা-ও প্রায় নিঃশব্দে চলাচল করে। কোথাও এতটুকু কোলাহল নেই। মানুষগুলো অসম্ভব সরল ও শান্তিপ্রিয়। আধুনিক যন্ত্রসভ্যতা এদের তখনও গ্রাস করেনি। রেডিও স্টেশন নেই, টেলিভিশন নেই, এমনকি দৈনিক পত্রিকাও নেই। ভাবা যায় এমন একটি ভূখণ্ডের কথা! বইটির প্রচ্ছদ ও গ্রন্থনকশা করেছেন তারিক সুজাত। দাম ৪৫০ টাকা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]