logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
মহেশ ভক্তরা হতাশ
বিনোদন ডেস্ক

তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। একের পর এক বক্স অফিসে সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। গেল ১১ জানুয়ারি মুক্তি পায় মহেশ অভিনীত সিনেমা ‘সারিলেরু নীকেবারু’। এটিও বক্স অফিসে বাজিমাত করেছে। মহেশ বাবুর জন্য বক্স অফিসের সাফল্য মোটেও সহজ ছিল না। কারণ একই দিনে মুক্তি পায় আরেক জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’ সিনেমাটি। কিন্তু মহেশ বাবুর ভক্তরা তাকে নিরাশ করেননি। এদিকে কিছুদিন আগে জানা যায়, সিনেমাটির ডিজিটাল রাইটস নিয়েছে অ্যামাজনস প্রাইম ভিডিও। ২ মার্চ এই প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত করা হবে। তাই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ছিলেন মহেশ ভক্তরা। কিন্তু ভক্তরা হতাশ হয়েছেন অ্যামাজনস প্রাইম ভিডিও কর্তৃপক্ষের বক্তব্যে। কারণ তারা জানিয়েছেÑ এখনও সিনেমাটি মুক্তির দিন নির্ধারণ করা হয়নি। ‘সারিলেরু নীকেবারু’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ বাবু ও রাশমিকা মান্দানা। অনিল রবিপুরী পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেনÑ প্রকাশ রাজ, বিজয়াশান্তি, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন মহেশ বাবু, অনিল ও দিল রাজু।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]