logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
সিরীয় বাহিনীর হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত
আলোকিত ডেস্ক

 

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় তুরস্কের কমপক্ষে ৩৩ সেনা নিহত হয়েছেন। জবাবে তুরস্কও পরে সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলা চালিয়েছে। এতে নতুন করে সিরিয়া-তুরস্ক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের হাত থেকে ইদলিবের নিয়ন্ত্রণ নিতে কয়েকদিন ধরেই জোরালো হামলা চালাচ্ছে। বৃহস্পতিবারের হামলা তারই নজির। তুরস্কের হাতয় প্রদেশের গভর্নর রাহমি দোগান সিরীয় হামলায় অন্তত ৩৩ তুর্কি সেনা নিহতের কথা স্বীকার করেছেন। আহতের সংখ্যা অগণিত, চিকিৎসার জন্য তাদের তুরস্কের ভেতর নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তুরস্কের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করার পরপরই ইদলিবে সিরীয় বাহিনীর বিমান হামলার খবর পাওয়া যায়। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা পরে সিরিয়ার সরকারি বাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলার নির্দেশনা দেন। সিরীয় বাহিনী হামলা চালালে তার কড়া জবাব দেওয়া হবে বলে এরদোগান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্টের চাওয়া ছিল, সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবে অভিযান চালালেও তারা যেন আঙ্কারার পর্যবেক্ষণ পোস্টগুলো থেকে দূরে থাকে। সিরিয়ার সরকার ও রাশিয়া তুরস্কের দাবি প্রত্যাখ্যান করে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবারের এ পাল্টাপাল্টি হামলার পর ন্যাটোর মহাপরিচালক জেনারেল জেনস স্টল্টেনবার্গ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে কথা বলেছেন। তুরস্কের অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রও সমর্থন জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইদলিব পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]