logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
প্রিয় ক্ষতগুলো ভেঙে

 

প্রিয় ক্ষতগুলো ভেঙে জেগে ওঠে তোমার নির্মাণ
যখন নির্ঘুম রাত্রি আরেকটি সকালের খোঁজেÑ
তখনও, প্রচলের বিরুদ্ধে প্রচণ্ড গতিময় আমি 
ধুলোর কপাট খুলে চোখ রাখি বিরহমলিন চিহ্নে;

একদিন নীল জ্যোৎস্নায় মুদ্রিত হয়েছিল তোমার নিশানা
কী আশ্চর্য! এখনও সেই ব্যাকুল মুহূর্তগুলোÑ 
স্মরণ অরণ্যে অদৃষ্টবাদী পথিকের মতো দাঁড়িয়ে 
পরিণতি ও ফলের আশা করছে না; মেয়াদোত্তীর্ণ হাওয়াও
তোমার কথা ভেবে খুঁজে চলেছে আসন্ন বসন্ত!
 
এ বছর আড়াল গভীর হলেÑ প্রবর্ধিত আলোক রেখায় 
তোমার স্মরণ বেজে উঠবে নগরীর প্রাণপুঞ্জে; যদিওÑ 
গলিত পিপাসার অধিক যন্ত্রণাময় তোমার নির্মাণ 
দীর্ঘ ক্ষত ভেঙে ভেঙে শৈল্য-চিকিৎসাদুষ্ট গভীর সাম্রাজ্যে!

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]