logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
ঠিকুজি

 

যে-তল ঘুমিয়ে আছে পাথরের মতো
তার কাছেই চেয়েছি নির্মাণের জল
অনেক বচসা হলোÑ কোলাহল বেশ
বসন্তের কলরোলে বোধের বিস্তার;

অনিকেত স্বপ্নÑ যেন উপমায় ঠাসা
ভালোর অপেক্ষা চেয়ে যা-কিছু গীতল
বিস্মরণে ন্যুব্জ সব হয়ে গেছে ফিকে
অনুপ্রাস, দূরতম জীবনের পথে;

অবসাদ ফেলে এসে সুখ নিয়ে বলি 
অনেক নিয়েছি পাঠÑ বাঁক-প্রতিবাঁক
সংশয়ী ডানা মেলে ত্রিবিধ উড়াল
পিপাসা-জলেই তবু তোমার নির্মাণ;

এখন ঠিকুজি নাচে বিমল আশ্বাসে
আলোক দ্যুতির চেয়ে বড় মায়া নেই।ঠিকুজি

যে-তল ঘুমিয়ে আছে পাথরের মতো
তার কাছেই চেয়েছি নির্মাণের জল
অনেক বচসা হলোÑ কোলাহল বেশ
বসন্তের কলরোলে বোধের বিস্তার;

অনিকেত স্বপ্নÑ যেন উপমায় ঠাসা
ভালোর অপেক্ষা চেয়ে যা-কিছু গীতল
বিস্মরণে ন্যুব্জ সব হয়ে গেছে ফিকে
অনুপ্রাস, দূরতম জীবনের পথে;

অবসাদ ফেলে এসে সুখ নিয়ে বলি 
অনেক নিয়েছি পাঠÑ বাঁক-প্রতিবাঁক
সংশয়ী ডানা মেলে ত্রিবিধ উড়াল
পিপাসা-জলেই তবু তোমার নির্মাণ;

এখন ঠিকুজি নাচে বিমল আশ্বাসে
আলোক দ্যুতির চেয়ে বড় মায়া নেই।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]