logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
সাপ্তাহিক সরকারি ছুটি এক দিন করার দাবি
নিজস্ব প্রতিবেদক

 

দেশের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে সাপ্তাহিক সরকারি ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে জন পার্টি নামে একটি সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জন পার্টি। জনস্বার্থে আগামী দিনেও জনমুখী কর্মসূচি ঘোষণা করবে। রাজনীতির মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অপরাধমুক্ত দেশ গঠনে কাজ করে যাচ্ছে জন পার্টি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
হিরো আলম বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুতের ঘাটতি ছিল, এজন্য সরকারি ছুটি দুই দিন করা হয়েছিল; কিন্তু এখন বিদ্যুতের ঘাটতি নেই, তাই সরকারি ছুটি দুই দিনের প্রয়োজন নেই। দেশ এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ।
মানববন্ধনে আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব সালাউদ্দিন সোহাগ, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]