
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
মালয়েশিয়ার এক সেলিব্রেটি নবদম্পতি তাদের বিয়ের দিনটিকে স্মরণীয় রাখতে অভিনব উপায় বেছে নিয়েছিলেন। বিয়েতে ভিন্ন রকমের এক কেক কেটেছেন তারা। ২০ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেতা আইমান হাকিম রিদজা ও অভিনেত্রী জাহিরা ম্যাকউইলসন। আর তাদের বিয়ের আসরের কিছু ছবি, ভিডিও এখন ভাইরাল। সেলিব্রেটি নবদম্পতির বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ছাদ থেকে নেমে আসছে একটি ঝাড়বাতি। আর কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সেই ঝাড়বাতি কেটে খাচ্ছেন বর। চমকাবেন না, ঝাড়বাতির মতো দেখতে হলেও এটি আসলে ছিল একটি কেক। আইমান ও জাহিরার ইচ্ছে ছিল তাদের বিয়েতে এমন একটি ঝাড়বাতি কেক থাকবে। তাই ঝুলন্ত ঝাড়বাতি
তারা ‘লিলি অ্যান্ড লোলা কেকস’ নামে এক কোম্পানিকে দায়িত্ব দেন। কেক কোম্পানি তাদের ইচ্ছা পূর্ণ করতে একটি ‘আটতলা’ কেক বানিয়ে দেয়। কেকটিকে বিয়ের অনুষ্ঠানস্থলের বিল্ডিংয়ের ছাদে ঝুলিয়ে দেয়। এবার আপনি ভাবছেন, ছাদে ঝুলন্ত কোনো কেক খাওয়া হবে কী করে? তারও উপায় ছিল। কেকটি ছাদ থেকে ধীরে ধীরে নেমে আসার ব্যবস্থা করা ছিল। নেমে আসার পার সেই ভ্যানিলা ফ্লেভারের কেক কাটেন নবদম্পতি। আনন্দবাজার পত্রিকা
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |