প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
নগরজুড়ে ব্যানার-ফেস্টুন। তাতে শোভা পাচ্ছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি। লাল পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভা উপলক্ষে এত আয়োজন। আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। জনসভায় বিভাগের আট জেলা থেকে যোগ দেবেন ওয়ার্কার্স পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন পার্টির কেন্দ্রীয় নেতারা।
ওয়ার্কার্স পার্টির জনসভা সফল করতে বেশ কিছু দিন ধরেই নগরীতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। মাইকিংয়ের পাশাপাশি পার্টির নেতাকর্মীরাও রাজশাহী মহানগরসহ গোটা জেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। বিভাগীয় জনসভায় দলটির পক্ষ থেকে কী বার্তা আসে সেটি জানার জন্য অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। দুপুর ২টায় জনসভা শুরু হবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এমপি রাশেদ খান মেনন। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পার্টির সাধারণ এমপি ফজলে হোসেন বাদশা। এছাড়াও পার্টির পলিট ব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় অন্যান্য এবং স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |