logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
‘২ লাখ দক্ষ চালক তৈরি করবে সরকার’
নিজস্ব প্রতিবেদক

বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ গাড়ি চালক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে ৬১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মাধ্যমে ২০২৩ সালের মধ্যে ২ লাখ দক্ষ চালক তৈরি করা হবে। এর মধ্যে চলতি ২০২০ সালের মধ্যেই ৫২ হাজার চালক তৈরি করা হবে। এদের বড় অংশ বিদেশে কর্মসংস্থান হবে মনে করেন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের নির্বাহী পরিচালক মো. জাহিদুল হক। রাজধানীর কাকরাইলে বিএমইটি ভবনে বৃহস্পতিবার দুপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য বিএমইটির অধীনে ৬১টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে (টিটিসি) প্রশিক্ষণ গাড়ি ও সিমুলেটর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ৬১টি টিটিসির অধ্যক্ষের হাতে প্রশিক্ষণ গাড়ির চাবি হস্তান্তর করেন। বিএমইটির মহাপরিচালক মো. শামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ সচিব মো. সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি ও স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের কর্মকর্তারাসহ টিটিসির অধ্যক্ষরা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]