প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে দিল্লিতে যে সহিংসতা শুরু হয়েছে, তাতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ৯ সাংস্কৃতিক ফেডারেশন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা ও সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস, গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও সাধারণ সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আইটিআই, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ ও সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ এবং চারুশিল্পী সংসদের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।
এতে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং মানবতার অপমান কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না। ধর্মনিরপেক্ষতার যে বাণী ভারতের সংবিধানে লিপিবদ্ধ আছে, তার বাস্তব প্রতিফলন বিশ্বের গণতন্ত্র ও শান্তিপ্রিয় মানুষের প্রত্যাশা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |