
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
নুরুজ্জামান নামে ১১ বছরের শিশুকে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এলোপাতাড়ি ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ শিশুটিকে থানায় নিয়ে যায়। শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় সে নাম-পরিচয় কিছুই বলতে পারছিল না। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের একাধিক সদস্য বাকপ্রতিবন্ধী শিশুটি খুঁজে পাওয়ার খবর ও ছবি ফেসবুকে শেয়ার করেন। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেটির অভিভাবকরা গজারিয়া থানায় ছুটে যান। ছেলেটির বাবা মোমেন মিয়া জানান, তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।
এক দিন আগে তার এ ছেলে সেখান থেকে নিখোঁজ হয়। স্থানীয়ভাবে ছেলেটির সন্ধান পেতে চেষ্টা চালান তারা। অবশেষে ফেসবুকের কল্যাণে খবর পেয়ে তারা গজারিয়া থানায় এসে যোগাযোগ করেন। গজারিয়া থানার ওসি তদন্ত মামুন আল রশিদ জানান, উপযুক্ত প্রমাণ ও সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া মেনে ছেলেটিকে তার অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |