logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
মতলবে ৩০০ কেজি জাটকা ও জাল আটক
মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর মতলব উত্তর উপজেলার এখলাছপুর-মোহনপুর এলাকায় এমভি কর্ণফুলী-১ ও কোকো-১ লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মতলব উত্তর কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার গভীর রাতে মেঘনা নদী থেকে এ জাটকা ইলিশ ও কারেন্ট জাল আটক করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল মালেক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এমভি কর্ণফুলী-১ ও কোকো-১ লঞ্চ থেকে ৩০০ কেজি জাটকা ইলিশ, যার বাজারমূল্য ৯০ হাজার টাকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল, যার বাজারমূল্য ২ লাখ টাকা আটক করতে সক্ষম হই। 
তিনি আরও জানান, জাটকা রক্ষার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি। আটককৃত জাটকা ইলিশ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার কার্যালয়ের লিফ মামুনুর রশীদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]