প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেনÑ আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা সংগঠনের নেতা মামনুর রশিদ বেলাল। চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন ৮১ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৮ জন। নির্বাচনে প্রার্থীদের সবাই আশাতীত ভোট পেয়ে জয়লাভ করার আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ১ মার্চ রোববার যাচাই-বাছাই, ২ থেকে ৪ মার্চ আপিল, ৮ মার্চ প্রার্থিতা প্রত্যাহার, ৯ মার্চ প্রতীক বরাদ্দ হবে। ২৯ মার্চ ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |