logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০
একাদশে ভর্তির আবেদন এসএমএসে নয় শুধু অনলাইনে
নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে এবার শুধু অনলাইনে আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এসএমএস পাঠিয়ে আবেদন করার সুযোগ আর থাকছে না। এতদিন প্রতিটি কলেজ বা মাদ্রাসার জন্য ১২০ টাকা ফি দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করা যেত। এ নিয়ম এবার থাকছে না। এছাড়া এসএসসিতে পাস করা শিক্ষার্থীদের কলেজ ও মাদ্রাসায় ভর্তিতে বেশ কয়েকটি কোটা বাতিল এবং ‘ভর্তি নিশ্চয়ন ফি’ বাড়ানোর প্রস্তাব রেখে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার খসড়া করছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ খসড়া নিয়ে 
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে সভা হয়েছে। সেখানে বোর্ড কর্মকর্তারা ভর্তি নীতিমলার খসড়াটি উপস্থাপন করলে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন অর রশিদ শুক্রবার সাংবাদিকদের বলেন, এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় নানা ভোগান্তি হয় বলে এবার থেকে শুধু অনলাইনে আবেদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে। খসড়া নীতিমালায় বিভিন্ন কোটা তুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভর্তি নিশ্চয়ন ফি ১৩০ টাকার বদলে ১৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ বছর একাদশ শ্রেণির ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শূন্য দশমিক ৫ শতাংশ বিকেএসপি এবং শূন্য দশমিক ৫ শতাংশ প্রবাসী কোটা বহাল রেখে অন্যসব কোটা বাতিলের প্রস্তাব করেছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান। তিনি বলেন, এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুধু অনলাইনে আবেদন নেওয়া হলে ভর্তি প্রক্রিয়ায় জটিলতার পাশাপাশি ব্যয় কমানো সম্ভব হবে বলে কমিটি আশা করছে। অনলাইনে মোট ১০টি পছন্দের কলেজ বা মাদ্রাসায় আবেদন করা যায়, সেজন্য ফি দিতে হয় ১৫০ টাকা। এ নিয়মে কোনো পরিবর্তন আসছে না।
১৫০ টাকা ফি দিয়ে ভর্তির আবেদন করার পর একজন শিক্ষার্থী যে কলেজ পাবে, তাতে ভর্তি নিশ্চিত করতে তাকে আরও ১৩৫ টাকা দিতে হবে। এটাকেই বলা হচ্ছে ভর্তি নিশ্চায়ন ফি।
গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে সমস্যা হবে কি না, এই প্রশ্নে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, এখন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন সেন্টার রয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে সরকারের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীরা চাইলে এসব সেন্টারে গিয়ে সেবা নিতে পারবে। ফলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে কোনো শিক্ষার্থীর অসুবিধা হবে না।
নীতিমালার খসড়ায় বলা হয়েছে, প্রথম ধাপের ভর্তি আবেদন ১০ থেকে ২০ মে গ্রহণ করা হবে। ২৭ থেকে ৩১ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তির কার্যক্রম চলবে। ৮ জুন প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনর্নিরীক্ষায় এসএসসি পরীক্ষার ফর পরিবর্তনকারীরা ১ থেকে ৩ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।
দ্বিতীয় ধাপে ১৭ জুন শুরু হয়ে ২০ জুন শেষ হবে। একই দিন রাত ৮টার পর দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে ২৩ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত আবেদন চলবে। ওই দিনই রাত ৮টার পর তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে। 
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিগগিরই একাদশে ভর্তি নীতিমালা চূড়ান্ত করে তা জারি করা হবে। ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হয়েছে এবার। ২৯ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে। 

 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]