
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
মুজিববর্ষে ২০ দিনব্যাপী কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ৭ মার্চ থেকে কর্মসূচি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে। ‘নব প্রজন্মের নব চেতনার বঙ্গবন্ধু’ উৎসব থিমে পালিত হবে এসব কর্মসূচি। জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের যৌথ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। জেলা ও মহানগর আওয়ামী লীগ গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর ছবি আঁকা, র্যালি, আলোর মিছিল, বাংলার পণ্যমেলা, আলোচনা সভা, ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক চারটি সেমিনার, ৭ মার্চের ভাষণ, ভাষণ প্রত্যক্ষদর্শীদের সম্মাননা ও স্মৃতিচারণ, স্মারকগ্রন্থ প্রকাশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি।
নাসির খান জানান, আগামী দুই একদিনের মধ্যে মুজিববর্ষের বিষয়ভিত্তিক কর্মসূচির সময় ও স্থান উল্লেখ করে গণমাধ্যমে তা প্রকাশ করা হবে।
সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ, অ্যাডভোকেট মফুর আলী, সিরাজুল ইসলাম, শাহ ফরিদ আহমদ, রাজ উদ্দিন, শাহ মোশাহিদ আলী এবং অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলাওর, হুমায়ূন ইসলাম কামাল প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |