প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০ | |
মাত্র দুই বছর বয়সে পিতৃহারা হয় বিলকিছ আক্তার। এক ভাই ও মা বিবি হাজেরাকে নিয়ে তাদের সংসার। ছোট দুই ছেলেমেয়ের খাবার ও ভরণপোষণ জোগাতে মানুষের বাড়িতে কাজ করতেন তাদের মা বিবি হাজেরা। কিশোর বয়স থেকে রাজমিস্ত্রির কাজ করে মায়ের পাশাপাশি সংসারের হাল ধরেন বড় ভাই নূর নবী। কোনোমতে চলে তাদের সংসার। এরই মধ্যে বিয়ের উপযুক্ত হন বিলকিছ আক্তার। কিন্তু টাকার অভাবে তার মা ও ভাইয়ের পক্ষে বিয়ের আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এ দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সংগঠনটি বিলকিছের বিয়ের দায়িত্ব নেয়।
জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামের সামনার বাপের বাড়িতে বিলকিছের বিয়ের আয়োজন করা হয়। চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে মো. শাহাদাত হোসেনের সঙ্গে শুক্রবার বোনের বিয়ের আয়োজন হওয়ায় নূর নবী বলেন, আমি পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি তানিয়া আলমগীরের কাছে কৃতজ্ঞ। তার সহযোগিতায় বিয়ের সব আয়োজনে সংগঠনটি সার্বক্ষণিক আমাদের পাশে ছিল। পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি তানিয়া আলমগীর বলেন, পুনাকের আয়োজনে অনুষ্ঠিত মেলাসহ বিভিন্ন খাত থেকে আয়ের লাভের অংশ অসহায়, দুস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হয়। পুনাকের এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি জানান, বিয়ের অনুষ্ঠানে তিনি এবং পুনাকের সহসভাপতি আয়েশা বেগম উপস্থিত ছিলেন। সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন বিয়ের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |