আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

ঈশ্বরগঞ্জে দেয়াল ধসে স্কুলছাত্র নিহত

ঈশ্বরগঞ্জ সংবাদদাতা
| খবর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা কোয়ার্টারের দেয়াল ধসে রাব্বি নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে সহপাঠীদের সঙ্গে খেলার সময় কোয়ার্টারের ‘সুখ নীড়’ ভবনের সামনের দেয়ালচাপা পড়ে সে নিহত হয়। জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাব্বি শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। কোয়ার্টারের আশপাশের অনেক ছেলেমেয়ে ওই স্কুলে পড়ার সুবাদে বিকালে সহপাঠীদের সঙ্গে খেলতে যায় রাব্বি। সুখ নীড় ভবনের গেটসংলগ্ন দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে তার ওপর পড়লে সে মারাত্মক আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুখ নীড় ভবনের বাসিন্দা শিমরাইল সরকারি স্কুলের সহকারী শিক্ষিকা শিউলী বেগম জানান, ঘটনার সময় তিনি ভেতরে কাজ করছিলেন। দেয়াল ধসের বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে তিনি ও তার স্বামী দুর্ঘটনাটি দেখেন। পরে তার স্বামী বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার জানান, বিষয়টি নিছক দুর্ঘটনা। রাব্বির পরিবারকে ৫ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।