নির্দিষ্ট সময়ের একদিন আগেও জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই দেশের সংবিধানে। তাই ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আরও বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচনে বিরোধিতা করেছিলেন। ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন। অঙ্গীকার করেছিলেন শেখ হাসিনার পতন না হলে তিনি ঘরে ফিরে যাবেন না। কিন্তু তিনি আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আরও বলেন, ২০১৯ সালের নির্বাচনে হয়তো বিএনপি অংশ নেবে। কারণ তারা বুঝেছে নির্বাচনে অংশ না নিলে কি অবস্থা হয়। বিএনপি বর্তমানে ভঙ্গুর অবস্থায় রয়েছে। তিনি বলেন, ১৯৭২ সালে যখন বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ ছিল, তখন খাদ্যের অভাব ছিল। এখন দেশে ১৬ কোটি মানুষ, অথচ খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য রফতানি করি। বাংলাদেশের রিজার্ভ বর্তমানে ২৮ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমাদের জিডিপি বৃদ্ধির হার এবার সাত শতাংশ হবে। গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, আগামী দিনে ১১টি অর্থনৈতিকভাবে সক্ষম দেশের মধ্যে বাংলাদেশ হবে অন্যতম। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে বাণিজ্য মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ।