পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে তিনি ইশেতেহার প্রকাশ করেন। তিনি বলেন, বিরোধীরা অপপ্রচার করে বেড়াচ্ছে। তিনি দাবি করেন, রাজ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। মার্চের মধ্যে বাকি ২০ শতাংশ কাজও শেষ হয়ে যাবে। তিনি বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গে শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হবে নববাংলা। তিনি বলেন, আমরা যে প্রতিশ্রুতি দেই তার থেকে বেশি কাজ করি।
সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করে মমতা বলেন, তাদের জোট অনৈতিক জোট। কংগ্রেস তাদের পতাকা সিপিএমের কাছে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস যে সিপিএমের বি-টিম তা আগেই প্রমাণিত হয়েছে। সেই কারণে ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছি। কংগ্রেসের গান্ধীবাদ, সিপিএমের মার্কসবাদ ও লেলিনবাদ হারিয়ে তারা এখন স্বার্থবাদ নিয়ে ভাবছে। সিপিএমের ইশতেহারে উন্নয়নের ঘোষণা প্রসঙ্গে মমতা বলেন, এসব আসলে ভূতের মুখে রাম নাম।