কুমিল্লার তিতাসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নেই জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান প্রার্থী দেয়া হবে। শুক্রবার কুমিল্লা-২ আসনের এমপি আলহাজ আমির হোসেন ভূঁইয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
আমির হোসেন ভূঁইয়া বলেন, উপজেলাকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে শৃঙ্খলার ভেতরে থেকে একক প্রার্থী দিতে হবে। জল্পনা-কল্পনার ঊর্ধ্বে থেকে নেতাকর্মীদের নির্ধারিত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তাই অন্য চিন্তা না করে প্রতিটি ভোটারের কাছে প্রার্থীদের যেতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ৪ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির আবেদন ফরম বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত ৯টি ইউনিয়নের মধ্যে মজিদপুরের ইমাম হোসেন ও রফিকুল ইসলাম, কলাকান্দির মোবারক হোসেন সরকার, জগতপুরের শাহ আলম আজাদ, ভিটিকান্দির হযরত আলী সরকার ও রফিকুল ইসলাম, জিয়ারকান্দির গোলাম মাওলা সরকার ও কবির হোসেন সরকার, কড়িকান্দির কবির হোসেন ভূঁইয়া, সাতানীর আবদুর রব, বলরামপুরের রবিউল আউয়াল রবি ও নারান্দিয়ার মোঃ হুমায়ুন সরকার আবেদন ফরম সংগ্রহ করেছেন। এ সপ্তাহের মধ্যে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফরম জমা নেয়া হবে।