যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ইসলাম ‘বিদ্বেষী’ মন্তব্যের জন্য সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ও ট্রেক্সাসের সিনেটর টেড ক্রুজ। বৃহস্পতিবার এক টেলিভিশন বিতর্কে ট্রাম্প বলেন, ‘ইসলাম (মুসলিমরা) যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে।’ এর জবাবে রুবিও বলেন, ‘ইসলামে কট্টরপন্থার সমস্যা আছে। তবে বহু মুসলিম আছেন যারা নিজেদের মার্কিনি হিসেবে গর্ববোধ করেন।’ খবর বিবিসির।
এ সময় রুবিও বলেন, ‘প্রেসিডেন্টরা যা ইচ্ছা তা-ই বলতে পারেন না। সবকিছুরই পরবর্তী প্রতিক্রিয়া আছে।’ তার এ বক্তব্য উপস্থিত দর্শক করতালি দিয়ে স্বাগত জানান। এর আগে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, মুসলিমদের খারাপ বলে চিৎকার করে ইসলামী চরমপন্থা মোকাবিলা করা যাবে না। জবাবে ট্রাম্প বলেন, মুসলমানদের ব্যাপারে তিনি যা বলেছিলেন, তা থেকে তিনি সরছেন না। ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ করতে দেয়া হবে না।
এর আগের টেলিভিশন বিতর্কগুলোর চেয়ে এ দিনের রিপাবলিকান পার্টির বিতর্ক অনেক সংযত ও প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার পরও তার কথিত ‘অগ্রযাত্রা’ থামছেই না। এতে বিস্মিত খোদ রিপাবলিকান নেতারাই। কারণ, পার্টির অনেক নেতাই তার প্রার্থিতা চান না। কিন্তু তাতেও থামানো যাচ্ছে না ট্রাম্পকে। এতে রিপাবলিকানদের মধ্যে অস্বস্তি বাড়ছে।