২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে রাতের আঁধারে গাড়ি ভাংচুরের মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার জিআরও শাখায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন। পাশাপাশি আটজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি চাওয়া হয়েছে।
চার্জশিটে অন্তর্ভুক্তরা হলেন বিএনপি নেতা শাহিন মোল্লা, আহসান হাবিব রাজ্জাক, রিয়াজ হাওলাদার, ওয়াহেদ মুন্সী, সেলিম সরদার, সুলতান মোল্লা, মনির সরদার, মনিরুল হক চৌধুরী, জাফর সরদার, হানিফ তালুকদার, নাছির উদ্দিন খান, লাভলু মিরা, কাজী মহসিন, রানা, মোশারফ হোসেন, সিরাজুল ইসলাম, আলমগীর মীর, রাজু তালুকদার, ফারুক নেগাবান, ফরিদ, বশির মোল্লা, শামসুল হক ও ইব্রাহিমসহ ৪৭ জন।