বরিশালে ভূমিহীন বস্তিবাসী সন্তানদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ালেখার সুযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রসুলচরের জোহরা বেগম, ছাত্রফ্রন্টের মিঠুন চক্রবর্র্তী, জনি, তানজিল, পলি শান্ত মিত্র, ছাত্রফ্রন্টের বি এম কলেজ শাখা সদস্য মোজাম্মেল হক সাগর, মানববন্ধনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন নিলিমা জাহান। সব বস্তি-কলোনিসহ ভূমিহীন পরিবারের সন্তানদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন মওকুফ করে বিনা বেতনে পড়ালেখার সুযোগ করে দেয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা ভালো করেই জানেন, স্কুলগুলো থেকে যা দেয়া হয় তা দিয়ে ভূমিহীন ও বস্তিবাসী ছেলেমেয়ের লেখাপড়া করা সম্ভব নয়।