বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশিষ্ট গীতিকার প্রয়াত মাসুদ করিম স্মরণে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। মাসুদ করিম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিকাল ৪টায় এ অনুষ্ঠান হবে। এবার মাসুদ করিম সম্মাননা পাচ্ছেন ২৫ গুণী শিল্পী।
যারা সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, ফৌজিয়া খান, ফরিদা পারভীন, শাহীন সামাদ, আবিদা সুলতানা, রুমানা ইসলাম শ্রাবণী, ডলি ইকবাল, সৈয়দ আবদুল হাদী, আবদুল জব্বার, খুরশিদ আলম, শ্রীকান্ত আচার্য, কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী, তিমীর নন্দী, শুভ্র দেব, কাদেরী কিবরীয়া, মাকসুদ, এম এ শোয়েব, আলম খান, শেখ সাদী খান, গাজী মাজহার, শাফাৎ খৈয়াম এবং কাজী আনোয়ার হোসেন।