আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৩-২০১৬ তারিখে পত্রিকা

সাগর-রুনী হত্যার বিচার দাবি

ডিআরইউ’র মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ কার্যালয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন সংবাদ মাধ্যমের কার্যালয়ে ১৫ মার্চ থেকে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে। পরে সংগৃহীত স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হবে। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের রহস্য উন্মোচন, খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে’ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সাগর-রুনী হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে ডিআরইউ ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সদস্যসহ সব সাংবাদিক বন্ধুদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ। 
বক্তব্য রাখেন ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন। এতে সহ-সভাপতি মোঃ শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দফতর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত প্রমুখ উপস্থিত ছিলেন।