আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কোরআনের এক-তৃতীয়াংশের সমতুল্য।’ অপর এক বর্ণনায় আছে, রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের বললেন, ‘তোমরা কি এক রাতে এক-তৃতীয়াংশ কোরআন পড়তে অপারগ?’ প্রস্তাবটি তাদের পক্ষে ভারি মনে হলো। তাই তারা বলে উঠলেন, ‘হে আল্লাহর রাসুল! এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?’ (কেও পারবে না)। তিনি বললেন, “কুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ’ (সূরা এখলাস) কোরআনের এক-তৃতীয়াংশের সমতুল্য।” (এ সূরা পড়লে এক-তৃতীয়াংশ কোরআন পড়ার সমান নেকি অর্জিত হয়।) (বোখারি : ৫০১৫)।
ওই সাহাবি আরও বর্ণনা করেন, এক ব্যক্তি কোনো লোককে সূরাটি বারবার পড়তে শুনল। অতঃপর সে সকালে রাসুলুল্লাহ (সা.) এর কাছে এসে তা ব্যক্ত করল। সে সূরাটিকে নগণ্য মনে করেছিল। রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এই সূরা (এখলাস) কোরআনের এক-তৃতীয়াংশের সমান।’ (বোখারি : ৫০১৫)। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেন, ‘নিঃসন্দেহে এটি কোরআনের এক-তৃতীয়াংশের সমতুল্য।’ (মুসলিম : ৮১২)।