বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার দরিদ্র কৃষানিদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ফুড সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যুবিষয়ক এক প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) ওই কর্মসূচির আয়োজন করে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বাউএকের পরিচালক অধ্যাপক ড. শাহ্নাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. আলী আকবরসহ অনেকে।