কিশোরগঞ্জের বাজিতপুরে অত্যাচার সইতে না পেরে মাদকাসক্ত ছেলে রুহুল আমিনকে পুলিশে দিলেন বাবা ভুবন মিয়া। শুক্রবার সকালে পৌর শহরের মথুরাপুর তমালতলা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েক বছর ধরে নেশাগ্রস্ত ছেলে রুহুল আমিন নেশার টাকা না পেলে পরিবারের সবাইকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আসছে। থানা থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এ জেড এম সারজিল হাসান নেশাগ্রস্ত রুহুল আমিনকে এক বছরের কারাদ- দেন।