মৌলভীবাজারের কুলাউড়ার কাদিপুর থেকে নিখোঁজের দুই দিন পর পান্না বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই গ্রামের কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বুধবার সকালে পূর্ব মনসুর গ্রামের তাহের আলীর কলোনির বাসিন্দা জুয়েল মিয়ার স্ত্রী পান্না বেগম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পান্নার মৃত্যুর কোনো কারণ এখনও জানা যায়নি।