ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-রছুল্লাবাদ সড়কের রসুল্লাবাদ নামক স্থানে বৃহস্পতিবার মধ্যরাতে বরযাত্রীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বরযাত্রীর গাড়িতে হামলা চালায়। এই সময় বরযাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল, টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বরযাত্রীরা ঢাকা থেকে নবীনগরে বিয়ে করতে আসছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, কোনো লিখিত অভিযোগ পাইনি।